ফেসবুকে মতুয়াধর্ম এবং…….
ফেসবুকে মতুয়াধর্ম এবং……. ইদানিং ‘ ফেসবুক ’ নামক ইলেক্ট্রনিক্স মিডিয়ায় মতুয়াধর্ম সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে পরস্পর বিরোধী বেশ তর্কবিতর্ক লক্ষ করা যাচ্ছে। একদল--- যারা প্রাচীন সনাতনধর্মের অনুসরণে নীতি-নৈতিকতা, সাম্য, ভ্রাতৃত্ব ও বৈষম্যহীন কর্মমুখী সমাজ গঠনের ধর্মকে সমর্থন করে হরিচাঁদ ঠাকুর প্রবর্তিত মতুয়ার্মকে তুলে ধরার চেষ্টা করছেন। সেইসঙ্গে তাঁরা গৌতম বুদ্ধের নীতি-নৈতিকতা ও বৈষম্যহীন ধম্মের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন মতুয়াধর্মের। আবার ঠিক সেই একই ভিত্তির উপর দাঁড়িয়ে ডঃ বাবাসাহেব আম্বেদকর আজীবন নীতি-নৈতিকতা বর্জিত অসাম্যের হিন্দু বর্ণধর্মের বিরুদ্ধে লড়াই করেছেন, তা মিলে যাচ্ছে মতুয়াধর্মের নীতিগুলির সাথে । হরিচাঁদ - গুরুচাঁদ ঠাকুর অবর্ণ হিন্দু তথা অস্পৃশ্য হিন্দুদের সপক্ষে যেসব কর্মকাণ্ড করেছেন পূর্বভারতে , ডঃ আম্বেদকরও ঠিক সেইসব কর্ম করেছেন সারা ভারতবাসীর স্বার্থে । পরবর্তী সময়ে রাজনৈতিক দিক দিয়ে অবর্ণ ও অস্পৃশ্য হিন্দুদের বিভিন্ন অধিকার আদায়ের লড়াই করেছেন বাংলার মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলও । সুতরাং উপরোক্ত দলে যাঁরা আছেন , তাঁরা অবর্ণ হিন্দু ও একদা অস্পৃশ্য সমাজের